“বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। তার এই বিদায় জাতীয় দলে রেখে গেছে বিশাল এক শূন্যতা। তামিমের অভাব পূরণের কাজটা সহজ হবে না। আর তাই বাংলাদেশ দল এখন দাঁড়িয়ে আছে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে দ্রুত। চলুন জেনে নেওয়া যাক, সেই প্রশ্নগুলো।”


