৭ ফেব্রুয়ারি শেষ হবে বাংলাদেশের বিপিএল টুর্নামেন্ট। এর পরেই ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। এই দুই টুর্নামেন্টের মধ্যে বাংলাদেশ দলের কোনো ম্যাচ নেই, এবং সরাসরি চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই বাংলাদেশের ২০২৫ সালের মিশন শুরু হবে। তবে, একটি বড় প্রশ্ন উঠেছে – পাকিস্তান ও দুবাইতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফি ওয়ানডে ফরম্যাটে হলেও বিপিএলে বাংলাদেশ ক্রিকেটাররা টি-টোয়েন্টি খেলছেন। 

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ ও ভারত একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে। যদিও এই ম্যাচটি কবে হবে তা জানানো হয়নি। 

আইসিসি সাধারণত কোনো বৈশ্বিক টুর্নামেন্টের আগে এক বা দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করে, যাতে দলগুলো আয়োজক দেশের কন্ডিশন সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পায়। তবে কিছু সংবাদমাধ্যমে খবর এসেছে যে, এই বার চ্যাম্পিয়নস ট্রফির ব্যস্ত সূচি ও হাইব্রিড মডেলের কারণে প্রস্তুতি ম্যাচ নাও হতে পারে। 

তবে, ভারতীয় পত্রিকা জানিয়েছে, আইসিসির এক কর্মকর্তা বলেছে যে, ভারত তাদের সব ম্যাচ দুবাইতে খেলবে এবং সেখানেই প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। আর যেহেতু চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে, তাই দুই দল দুবাইয়ে একসঙ্গে থাকবে এবং এই প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা রয়েছে। 

এদিকে, যদি রীতি অনুযায়ী প্রস্তুতি ম্যাচে একই গ্রুপের দুই দল না খেলে, তবে বাংলাদেশ হয়তো চূড়ান্ত লড়াইয়ে নামতে হবে কোনো প্রস্তুতি ছাড়াই।

news