বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এর মধ্যে অন্যতম সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হক। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিলেট স্ট্রাইকার্সের হেড কোচ মাহমুদ ইমন।  
তিনি বলেন, ‘ফিক্সিং সংক্রান্ত বিষয়ে আমাদের কিছু বলার নেই। বিষয়টি নিয়ে নির্দিষ্ট তদন্ত কমিটি রয়েছে, তারাই তদন্ত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’  
সিলেট স্ট্রাইকার্সের এবারের বিপিএল যাত্রা ছিল হতাশাজনক। ১২ ম্যাচের মধ্যে মাত্র ২টি জয় নিয়ে পয়েন্ট তালিকার নিচেই শেষ করতে হয়েছে দলটিকে।  
কোচ ইমন জানান, ‘শুরুর দিকে আমাদের পারফরম্যান্স ভালো ছিল। তবে দলের কয়েকজন মূল খেলোয়াড় প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি। ধারাবাহিকতার অভাবের কারণে দল ভালো অবস্থানে যেতে পারেনি।’  
এদিকে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক। তবে এবারের বিপিএলে তার পারফরম্যান্স অনেকের প্রত্যাশা পূরণ করতে পারেনি। একই অবস্থা জাকির হাসানেরও, যিনি টুর্নামেন্টের শুরুতে ভালো করলেও ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন।  
 

news