বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের দায়িত্ব নেবে বিসিবি

বিপিএলে অর্থ পরিশোধ সংক্রান্ত বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল দুর্বার রাজশাহী। দেশি ও বিদেশি ক্রিকেটারদের সময়মতো পারিশ্রমিক না দেওয়ার অভিযোগে দলটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। একাদশ আসরজুড়েই রাজশাহীর ক্রিকেটারদের পাওনা নিয়ে আলোচনা চলেছে। তবে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে **বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকসহ অন্যান্য বিষয় সরাসরি দেখভাল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, **বিপিএলের ড্রাফটে থাকা সব বিদেশি ক্রিকেটারের আর্থিক ও লজিস্টিক্যাল বিষয়গুলোর দায়িত্ব এখন থেকে বোর্ড নেবে।  

এবারের আসরে বিদেশি ক্রিকেটারদের সময়মতো পারিশ্রমিক না দেওয়া নিয়ে দেশ-বিদেশে সমালোচনার ঝড় ওঠে।** এমন ঘটনা প্রতিরোধে তিনটি বড় উদ্যোগ নিচ্ছে বিসিবি—  

1. বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক ব্যবস্থাপনা:  
   বিপিএল ড্রাফটে থাকা সব বিদেশি খেলোয়াড়ের চুক্তি ও ম্যাচ ফি সরাসরি পরিশোধ করবে বিসিবি, যাতে অর্থপ্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকে।  

2. লজিস্টিক্যাল সহায়তা:  
   বিপিএল শেষে বিদেশি ক্রিকেটারদের নিজ নিজ গন্তব্যে ফেরানোর দায়িত্বও বিসিবি নেবে।  

3. ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আর্থিক প্রটোকল উন্নতকরণ:  
   খেলোয়াড়দের স্বার্থ সুরক্ষিত করতে আরও কঠোর আর্থিক নিয়ম চালু করা হবে।  

বিসিবি সভাপতি ফারুক আহমেদ** বলেন, "এই পদক্ষেপ বিপিএলের স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য একটি পেশাদার অভিজ্ঞতা নিশ্চিত করবে। আর্থিক ও পরিচালনার ক্ষেত্রে আরও উন্নতি আনতে আমরা অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাব।"

উল্লেখ্য, রাজশাহীর খেলোয়াড়দের বকেয়া পরিশোধ না করা ও বিদেশিদের দেশে ফেরার টিকিট না দেওয়ার ঘটনা নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। চট্টগ্রামে একবার অনুশীলন বর্জন করে রাজশাহীর ক্রিকেটাররা, পরে ঢাকায় বিদেশি খেলোয়াড়রা এক ম্যাচ বয়কটও করেন। এসব সমস্যা এড়াতেই নতুন পদক্ষেপ নিচ্ছে বিসিবি।
 

 

news