নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে ফেরেন তিনি, তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় শেষ পর্যন্ত এই অভিজ্ঞ পেসারকে দলে রাখার সিদ্ধান্ত নেয়নি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এটি দলের জন্য দ্বিতীয় চোটগ্রস্ত পেসার হারানোর ঘটনা, কারণ এর আগে বেন সিয়ার্সও চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এনজেডসি নিশ্চিত করে যে, ফার্গুসনের জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে কাইল জেইমিসনকে। এই ডানহাতি পেসার সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।
ফার্গুসন চলতি মাসের শুরুতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০) খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তার চোটের অবস্থা পরীক্ষা করতে তিন ওভার বোলিং করেছিলেন তিনি, তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে দলে রাখা সম্ভব হয়নি। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার নিউজিল্যান্ডের হয়ে ৬৫ ওয়ানডেতে ৯৯ উইকেট নিয়েছেন এবং গত দুটি ওয়ানডে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
ফার্গুসনের বাদ পড়ার পর দলের একমাত্র অভিজ্ঞ পেসার হিসেবে আছেন ম্যাট হেনরি, যিনি ৮৭ ওয়ানডে খেলে ১৫৫ উইকেট নিয়েছেন। এর আগে গত সপ্তাহে বেন সিয়ার্সও চোটে পড়েছিলেন এবং তাকে বাদ দেওয়া হয়েছে, তার বদলি হিসেবে দলে যোগ হয়েছেন জ্যাকব ডাফি।
নিউজিল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু হবে বুধবার (১৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে, এরপর তাদের প্রতিপক্ষ হবে বাংলাদেশ (২৪ ফেব্রুয়ারি) এবং ভারত (২ মার্চ)।


