চ্যাম্পিয়নস ট্রফিতে আজ বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ লড়াই
বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এবারও চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরে ভারতকে দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের অভিযান। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় মুখোমুখি হবে দুই দল।
এক সময় ভারতীয়দের বিরুদ্ধে স্পষ্ট দুর্বলতা থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভালোই প্রতিদ্বন্দ্বিতা করছে। ওয়ানডেতে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৪১ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টি, ভারত ৩২টি, আর এক ম্যাচ হয়েছে পরিত্যক্ত। তবে শেষ পাঁচ দেখায় তিনটিতে জয় পেয়েছে টাইগাররা।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের একমাত্র মুখোমুখি লড়াই হয়েছিল ২০১৭ সালের আসরে। সেমিফাইনালে ভারতকে হারানোর স্বপ্ন দেখলেও বিরাট কোহলির দলের কাছে ৯ উইকেটে হেরে বিদায় নেয় বাংলাদেশ।
এই ম্যাচে পরিসংখ্যান ভারতের পক্ষেই কথা বলছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টাইগাররা তিনটি ম্যাচ খেলেছে, যার একটিতে জয় ও দুটিতে হেরেছে—প্রতিপক্ষ দুবারই ভারত। অন্যদিকে, এই মাঠে ভারত ছয়টি ম্যাচ খেলেছে, যার পাঁচটিতেই জয় ও একটিতে টাই করেছে।
বাংলাদেশ এবার মাঠে নামবে ভারতের বিপক্ষে তাদের সবচেয়ে সফল ব্যাটসম্যান সাকিব আল হাসানকে ছাড়াই। সাকিব ভারতের বিপক্ষে সর্বোচ্চ ৭৫১ রান করলেও তিনি এই ম্যাচে খেলছেন না। তবে মুশফিকুর রহিম ও সাম্প্রতিক ফর্মে থাকা শান্তর দিকে থাকবে দলের আশা।
বোলিংয়েও সাকিবের অনুপস্থিতি ভাবাবে দলকে। ভারতের বিপক্ষে তার ২৯ উইকেট থাকলেও এবার দায়িত্ব বেশি থাকবে তাসকিন আহমেদের কাঁধে, যিনি ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত দলের সর্বোচ্চ ৪০ উইকেট শিকার করেছেন।
আজকের লড়াই তাই শুধু পরিসংখ্যানের নয়, প্রমাণেরও। টাইগাররা কি পারবে ভারতকে চমকে দিতে?


