চ্যাম্পিয়নস ট্রফিতে আজ হাইভোল্টেজ লড়াই: বাংলাদেশ বনাম ভারত
বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দুই দলের দ্বৈরথ নিয়ে সমর্থকদের মধ্যেও থাকে নানা আলোচনা। চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরেও ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতকে মুখোমুখি করে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
একসময় ভারতের বিপক্ষে লড়াইয়ে স্পষ্ট দুর্বলতা থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সমান তালে টেক্কা দিচ্ছে। ওয়ানডেতে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৪১ বার, যেখানে টাইগারদের জয় ৮টি, ভারতের ৩২টি, আর এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। তবে শেষ পাঁচ দেখায় বাংলাদেশ জিতেছে তিনটিতে।
চ্যাম্পিয়নস ট্রফিতে একবারই ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০১৭ সালের আসরের সেমিফাইনালে ৯ উইকেটে হারতে হয়েছিল টাইগারদের।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে, যার মধ্যে একটিতে জয় ও দুইটিতে হার। দুটো হারের বিপক্ষেই ছিল ভারত। অন্যদিকে, ভারত এই মাঠে ছয়টি ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে এবং একটিতে টাই করেছে।
আজকের ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে নামবে বাংলাদেশ, যা দলে বড় ধাক্কা। ভারতের বিপক্ষে টাইগারদের হয়ে সর্বোচ্চ ৭৫১ রান করা সাকিব না থাকায় চাপ বাড়বে মুশফিক ও শান্তর ওপর। গত দুই বছরে ওয়ানডেতে ১,২৭৮ রান করা শান্তর ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে দল।
বোলিংয়েও সাকিবের অনুপস্থিতি ভাবাবে। ভারতের বিপক্ষে ২২ ম্যাচে ২৯ উইকেট নেওয়া এই স্পিনার না থাকায় দায়িত্ব বেশি থাকবে তাসকিনের কাঁধে, যিনি ২০২৩ সালের পর থেকে দলের সর্বোচ্চ ৪০টি উইকেট শিকার করেছেন।
পরিসংখ্যান ভারতের পক্ষে, তবে সাম্প্রতিক পারফরম্যান্স আত্মবিশ্বাস দিচ্ছে বাংলাদেশকে। আজ কি নতুন চমক দেখাতে পারবে টাইগাররা?


