শুক্রবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো ড্র: কার ভাগ্যে কোন দল?
চূড়ান্ত হয়ে গেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর সব দল। এবার নির্ধারিত হবে নকআউট পর্বের প্রতিপক্ষ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের নিওনে অবস্থিত হাউস অব ইউরোপিয়ান ফুটবলে বাংলাদেশ সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে শেষ ষোলোর ড্র।
তবে এবারের ড্র সম্পূর্ণ উন্মুক্ত নয়। লিগ পর্বের পারফরম্যান্স অনুযায়ীই নকআউট পর্বের কাঠামো সাজিয়েছে উয়েফা। ফলে প্রতিটি ক্লাব আগেই জানতে পারছে তাদের সম্ভাব্য দুই প্রতিপক্ষের নাম। তবে চূড়ান্ত লড়াইয়ে কার মুখোমুখি হতে হবে, সেটিই নির্ধারিত হবে এই ড্রতে।
এবারের চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের জন্য আর কোনো ড্র হবে না। অর্থাৎ, শেষ ষোলোতেই নির্ধারিত হয়ে যাবে কোন দল কোন পথে ফাইনালের দিকে অগ্রসর হতে পারে। তাই ড্রর ফলাফল দলগুলোর জন্য হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উয়েফার নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে যারা শীর্ষে ছিল, তারা দ্বিতীয় স্থান অর্জনকারী দলের বিপক্ষে খেলবে এবং একই দেশের দুটি দল পরস্পরের মুখোমুখি হতে পারবে না। ফলে ড্রতে কে কাকে প্রতিপক্ষ হিসেবে পাবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব মানেই বাড়তি উত্তেজনা। কোন দল কার বিরুদ্ধে মাঠে নামবে, তা জানতে অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার!


