চলতি চ্যাম্পিয়নস ট্রফির পর, ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক মুখোমুখি লড়াইয়ের অপেক্ষা করছে ক্রিকেট বিশ্ব। কিছু দিন আগে ভারত পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে জয় লাভ করেছিল। সেই হারের প্রতিশোধ নিতে এবার একাধিক সুযোগ পেতে যাচ্ছে পাকিস্তান, কারণ চলতি বছরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ।

এবারের এশিয়া কাপের প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকছে, যেমনটি গত আসরে ছিল। ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, এবারের টুর্নামেন্ট সেপ্টেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে। এছাড়া, ভারতের আয়োজনে আগামী বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, তাই এবারের এশিয়া কাপও টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করা হবে। এই টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও আয়োজক দেশ ভারত, তবে রাজনৈতিক কারণে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায়ও সরিয়ে নেয়া হতে পারে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর সিদ্ধান্ত অনুযায়ী, ভারত ও পাকিস্তান কোনো টুর্নামেন্ট একে অপরের দেশে আয়োজন করবে না, কারণ তারা একে অপরের দেশে ম্যাচ খেলতে রাজি নয়। 

এশিয়া কাপের 'এ' গ্রুপে ভারত, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত থাকবে। এই গ্রুপে আরও একটি দল যোগ হবে। 'বি' গ্রুপে থাকবে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, যা আরও একটি দলের সঙ্গে পূর্ণ হবে। হংকং ও ওমানও এশিয়া কাপে অংশগ্রহণ করবে, তবে তাদের গ্রুপটি এখনও নির্ধারিত হয়নি।

২০২৩ সালের এশিয়া কাপ ছিল ওয়ানডে ফরম্যাটে, যেখানে ৮টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলেছিল। এবারও ভারত-পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তাদের মুখোমুখি হওয়া হবে তিনবার।

news