নাটকীয়তার সব উপকরণ যেন ছিল এই ম্যাচে! রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে ১০ জনের দল নিয়েও দুর্দান্ত লড়াই করে বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের এই জয়ে সবচেয়ে বড় অবদান বার্সা গোলরক্ষক স্ট্যান্সনির, যিনি একের পর এক অবিশ্বাস্য সেভ করে দলকে রক্ষা করেছেন।
ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। কিন্তু ২২ মিনিটে ডিফেন্ডার পাউ কুবার্সি সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। এই সুযোগ কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে বেনফিকা, তবে তাদের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান স্ট্যান্সনি।
বিরতির পরই আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ৬১ মিনিটে দারুণ গতিতে এগিয়ে এসে দুর্দান্ত শটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। তার এই গোলেই এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের ৮২ মিনিটে বেনফিকা একটি পেনাল্টি পেলেও, ভিএআরের সাহায্যে রেফারি সেটি বাতিল করেন।
পুরো ম্যাচে বলের দখলে সামান্য এগিয়ে ছিল বেনফিকা (৫২ শতাংশ), গোলমুখে শট নিয়েছিল ২৬টি, কিন্তু সফল হতে পারেনি। অন্যদিকে, মাত্র ১০টি আক্রমণ করেও কার্যকর ফুটবল খেলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এখন সব নজর দ্বিতীয় লেগের দিকে, যেখানে নিজেদের মাঠে বেনফিকাকে আতিথ্য দেবে কাতালান জায়ান্টরা। উত্তেজনা ছড়ানো এই লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, সেটাই দেখার অপেক্ষা!


