পুরো ম্যাচজুড়ে দাপট দেখালো পিএসজি, কিন্তু জয় হাসলো লিভারপুল! চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ফরাসি ক্লাবের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ১-০ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে ইংলিশ জায়ান্টরা।
পুরো ম্যাচে আক্রমণের ঝড় তুলেছিল পিএসজি। গোলমুখে ২৭টি শট নিয়েও লিভারপুলের রক্ষণের দুর্গ ভাঙতে ব্যর্থ হয় তারা। কারণ, গোলপোস্টের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন। তার অবিশ্বাস্য সেভগুলোই লিভারপুলকে ম্যাচে টিকিয়ে রাখে।
প্রথমার্ধে অফসাইডের কারণে একবার গোলবঞ্চিত হয় পিএসজি। এরপর থেকেই আলিসনের একের পর এক দুর্দান্ত সেভ। ৯টি নিশ্চিত গোল ঠেকিয়ে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ সেভের রেকর্ড গড়েছেন তিনি।
তবে নাটকের শেষ অঙ্ক জমিয়ে রাখে লিভারপুল। ম্যাচের ৮৬তম মিনিটে বদলি হিসেবে নামা হার্ভি এলিয়ট বাজিমাত করেন। গোলরক্ষক আলিসনের উঁচু করে বাড়ানো বলে নুনেস বক্সের ভেতরে পাস দেন, আর তা নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত শট নেন এলিয়ট। বল ডোনারুম্মার হাতে লেগে জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে লিভারপুল শিবির।
শেষ মুহূর্তের এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। তবে দ্বিতীয় লেগের আগে এখনো অনেক কিছু বাকি। ফিরতি পর্বে নিজেদের মাঠে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে পিএসজির, কিন্তু লিভারপুলের এই রক্ষণ ভেদ করা কি এত সহজ হবে? উত্তরের জন্য অপেক্ষা আরও ৯০ মিনিটের!


