ক্রিকেট দুনিয়ায় উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এখন চ্যাম্পিয়নস ট্রফি, আর সেই টুর্নামেন্ট নিয়েই ক্ষোভ উগরে দিলেন দক্ষিণ আফ্রিকার হার্ডহিটিং ব্যাটসম্যান ডেভিড মিলার। তার দাবি, সূচির মারপ্যাঁচে আইসিসি দক্ষিণ আফ্রিকাকে অন্যায্য অবস্থানে ঠেলে দিয়েছে, যেখানে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকা তাদের সেমিফাইনালের ম্যাচের আগে ভ্রমণের ধকল সামলাতে পারেনি। পাকিস্তানে ম্যাচ খেলে দুবাই পাড়ি দেওয়া, সেখানে মাত্র একদিন কাটিয়ে আবার পাকিস্তানে ফিরে সেমিফাইনাল খেলা—এমন সূচিতে স্বাভাবিক খেলাই কঠিন হয়ে গিয়েছিল। নিউজিল্যান্ডের কাছে ৫০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর মিলার সরাসরি আইসিসির ওপর ক্ষোভ প্রকাশ করেন।
লাহোরে অনুষ্ঠিত সেমিফাইনালে নিউজিল্যান্ডের দেওয়া ৩৬৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৬৭ বলে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েও দলকে জেতাতে পারেননি মিলার। তবে ম্যাচের পরে তিনি বলেন, "যদিও ফ্লাইট ছিল মাত্র এক ঘণ্টা ৪০ মিনিটের, তবুও এটি আমাদের জন্য আদর্শ পরিস্থিতি ছিল না। ভোরবেলা খেলা শেষে আমরা দুবাই গেলাম, বিকেলে পৌঁছালাম, এরপর পরদিন সকালে আবার পাকিস্তানে ফিরতে হলো। এমন পরিস্থিতি মোটেও সহজ ছিল না।"
টুর্নামেন্টের আয়োজক পাকিস্তানে ভারত খেলতে অস্বীকৃতি জানানোয় পুরো আসর হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে। ভারতের সব ম্যাচ দুবাইতে আয়োজন করায় অন্য দলগুলোকে বিশৃঙ্খল সূচির শিকার হতে হচ্ছে।
অপরাজিত থেকে ফাইনালে উঠেছে ভারত, তবে ফাইনালের আগে মিলার এগিয়ে রাখছেন নিউজিল্যান্ডকে। তার ভাষায়, "আমি সত্যি বলতে, নিউজিল্যান্ডের পক্ষেই সমর্থন জানাব। আশা করছি দুর্দান্ত এক ফাইনাল হবে।"


