চ্যাম্পিয়নস ট্রফির জমজমাট আসর শেষ হতে চলেছে। রোববার (৯ মার্চ) ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউ জিল্যান্ড। এবার টুর্নামেন্টের এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড হয়েছে। আগের রেকর্ড ছিল ১০টি (২০০২ ও ২০১৭ সালে), এবার তা ছাড়িয়ে হয়েছে ১৪টি! আসুন দেখে নেওয়া যাক এবারের সেরা পারফর্মাররা।
সেরা ব্যাটসম্যানরা
নিউ জিল্যান্ডের রাচিন রবীন্দ্র এখন পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটসম্যান। ৩ ম্যাচে ২টি সেঞ্চুরি হাঁকিয়ে করেছেন ২২৬ রান। তবে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট, ৩ ম্যাচে ২২৭ রান করেছেন তিনি।
তালিকার তিন নম্বরে আছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট, যিনি ১ সেঞ্চুরিতে করেছেন ২২৫ রান। ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ১ সেঞ্চুরি ও ১ ফিফটিতে করেছেন ২১৭ রান।
পাঁচ নম্বরে আছেন আফগানিস্তানের ওপেনার ইবরাহিম জাদরান, যিনি ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের ইনিংস খেলে রেকর্ড গড়েছেন। তার মোট রান ২১৬। বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয় (১০৭ রান), আর দলের সর্বোচ্চ রান সংগ্রাহক জাকের আলী (১১৩ রান)।
সেরা বোলাররা
পেসারদের দাপট ছিল এবারের আসরে। নিউ জিল্যান্ডের ম্যাট হেনরি ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে শীর্ষে। ভারতের মোহাম্মদ শামি ৮ উইকেট নিয়ে দ্বিতীয়, আর ২ ম্যাচে ৭ উইকেট নিয়ে বরুণ চক্রবর্তী আছেন তৃতীয় স্থানে।
এছাড়া, ৭টি করে উইকেট নিয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, অস্ট্রেলিয়ার বেন ডোয়ার্শিস ও নিউ জিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন রিশাদ হোসেন, তবে তাসকিন-মুস্তাফিজরা খুব বেশি আলো ছড়াতে পারেননি।
শেষ পর্যন্ত কে জিতবে শিরোপা? সেটাই দেখার অপেক্ষা!


