চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা লড়াইয়ে আজ মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। টুর্নামেন্টের সেরা দুই দল ট্রফির জন্য শেষ লড়াইয়ে নামতে প্রস্তুত।

এখন পর্যন্ত ভারত অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে নিউজিল্যান্ড শুধু ভারতের বিপক্ষেই পরাজিত হয়েছে গ্রুপ পর্বে। তাই এই দুই দলই ট্রফি জয়ের অন্যতম দাবিদার। তবে ফাইনালে যে কোনো কিছু হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
নিউজিল্যান্ডের চমক দেখানোর সামর্থ্য আছে

সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী মনে করেন, ভারত ফাইনালে ফেভারিট হলেও নিউজিল্যান্ডের জয়ের ক্ষমতা আছে। আইসিসি রিভিউতে তিনি বলেন, "যদি এমন কোনো দল থাকে যারা ভারতকে হারাতে পারে, তবে তা নিউজিল্যান্ড। যদিও ভারত সামান্য এগিয়ে থাকবে, তবে ক্রিকেটে যে কোনো মুহূর্তেই পাশা উল্টে যেতে পারে।"
ফাইনালের সেরা খেলোয়াড় কারা হতে পারেন?

শাস্ত্রীর মতে, অলরাউন্ডাররাই ফাইনালে পার্থক্য গড়ে দিতে পারেন। ভারতের জন্য তিনি অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজার নাম বলছেন। আর নিউজিল্যান্ডের জন্য গ্লেন ফিলিপস হতে পারেন ম্যাচের নায়ক, কারণ তিনি ব্যাট, বল ও ফিল্ডিং—সব জায়গায় পারফর্ম করতে পারেন।

এছাড়া তিনি মনে করেন, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র ফাইনালে বড় ভূমিকা রাখবেন। শাস্ত্রী বলেন, "যখন কোহলি বা উইলিয়ামসন ফর্মে থাকেন, তখন তারা ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন।"

শেষ পর্যন্ত কার হাতে উঠবে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা? উত্তরের জন্য অপেক্ষা আর কয়েক ঘণ্টার!

 

news