আজ রোববার (৯ মার্চ) দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে ভারত ও নিউজিল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন পল রাইফেল ও রিচার্ড ইলিংওয়ার্থ। উভয় আম্পায়ারই আইসিসির এমিরেটস এলিট প্যানেলভুক্ত এবং সম্প্রতি সেমিফাইনালেও তাদের দক্ষতা প্রদর্শন করেছেন।

ইলিংওয়ার্থ ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালে দায়িত্ব পালন করেছিলেন, যেখানে ভারত জয়ী হয়ে ফাইনালে স্থান পেয়েছে। অপরদিকে, পল রাইফেল নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে দায়িত্ব পালন করেন, যেখানে ব্ল্যাক ক্যাপসরা ৫০ রানে জয়ী হয়।

আইসিসির বর্ষসেরা চারবারের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এর আগে ২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও আম্পায়ার ছিলেন। এছাড়া, চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচেও তিনি অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন।

ফাইনাল ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জোয়েল উইলসন, যিনি ওয়েস্ট ইন্ডিজের প্রখ্যাত আম্পায়ার। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা, আর ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বে থাকছেন রঞ্জন মাদুগালে, যিনি আইসিসির এলিট প্যানেলের এক অভিজ্ঞ সদস্য।

আজকের ফাইনাল ম্যাচে আম্পায়ারদের এই অভিজ্ঞতা ও যোগ্যতা নিশ্চিতভাবে ম্যাচের মঞ্চে ন্যায্য ও সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক হবে।

 

news