আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সফল আয়োজনের পর আরও একটি বৈশ্বিক টুর্নামেন্টের স্বাগতিক হতে যাচ্ছে পাকিস্তান। চলতি বছরের অক্টোবর মাসে ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডের আয়োজক হিসেবে পাকিস্তানই সবচেয়ে এগিয়ে আছে বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
আগামী ৪ এপ্রিল থেকে শুরু হতে পারে বাছাইপর্বের এই প্রতিযোগিতা। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে গুঞ্জন রয়েছে, আইসিসি পাকিস্তানকেই আয়োজক হিসেবে বেছে নিতে চলেছে।
এই বাছাইপর্বে অংশ নেবে ৬টি দল— পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। সেখান থেকে শীর্ষ দুটি দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। সম্ভাব্য ভেন্যু হিসেবে লাহোরের নাম উঠে এসেছে। তবে চূড়ান্ত সূচি প্রকাশের পরই নির্ধারিত হবে ম্যাচের ভেন্যু।
এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ৮টি দল। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড পয়েন্টের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে। স্বাগতিক হওয়ায় সরাসরি অংশ নিচ্ছে ভারত।
পাকিস্তান যদি মূল পর্বে জায়গা করে নেয়, তাহলে তাদের ম্যাচগুলো তৃতীয় কোনো দেশে অনুষ্ঠিত হতে পারে। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়ার সময়ই ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে বোঝাপড়া হয়েছিল। ফলে এবারও সেই সমঝোতার ভিত্তিতেই ম্যাচ ভিন্ন ভেন্যুতে হতে পারে।


