ইংলিশ প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর এক রাতে জয়বঞ্চিত রইলো দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। তবে চেলসি নিজেদের ম্যাচে কোনো ভুল করেনি, লেস্টার সিটিকে হারিয়ে নিশ্চিত করেছে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।
রোববার (৯ মার্চ) রাতে ওল্ড ট্রাফোর্ডে ১-১ গোলে ড্র করেছে ইউনাইটেড ও আর্সেনাল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্রুনো ফার্নান্দেসের চোখধাঁধানো ফ্রি-কিক জালে জড়িয়ে স্বাগতিকদের এগিয়ে দেন। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে অসাধারণ শটে দলকে লিড এনে দেন ইউনাইটেড অধিনায়ক।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখে ইউনাইটেড, কিন্তু ৭৪তম মিনিটে ডেকলান রাইসের দূরপাল্লার শট পোস্টে লেগে জালে জড়ালে সমতায় ফেরে আর্সেনাল। এরপর শেষ মুহূর্ত পর্যন্ত দু’দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু আর কেউ জালের দেখা পায়নি। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।
অন্যদিকে চেলসি ১-০ গোলে লেস্টার সিটিকে হারিয়ে সেরা চারে প্রবেশ করেছে। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা না পেলেও, ৬০তম মিনিটে মার্ক কুক্কুরেলার একমাত্র গোলে চেলসি জয় নিশ্চিত করে। এনজো ফার্নান্দেজের দুর্দান্ত পাস থেকে সুযোগ পেয়ে যান কুক্কুরেলা, যেটি সহজেই গোলপোস্টে পাঠান এই স্প্যানিশ ডিফেন্ডার।
এই জয়ে ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে চেলসি। অন্যদিকে, শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে রয়েছে আর্সেনাল। শীর্ষ চারের লড়াই এখন আরও জমজমাট!


