চ্যাম্পিয়ন্স ট্রফির সমাপনী অনুষ্ঠানে পাকিস্তানের কোনো প্রতিনিধিকে দেখা যায়নি, যা নিয়ে তুমুল বিতর্ক চলছে। স্বাগতিক দেশ হওয়া সত্ত্বেও পুরস্কার বিতরণী মঞ্চে পিসিবির কোনো কর্মকর্তাকে না ডাকার কারণ খুঁজতে মরিয়া ক্রিকেটপ্রেমীরা।
ভারত-নিউজিল্যান্ড ফাইনালে মাঠে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিইও সামির আহমেদ সৈয়দ ও টুর্নামেন্ট পরিচালক। কিন্তু পুরস্কার বিতরণীতে তাদের একবারও মঞ্চে দেখা যায়নি। বরং সেখানে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব দেবাজিত সাইকিয়া এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক রজার টোস।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের দুই কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার ও ওয়াসিম আকরাম। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, বিষয়টি নিয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চাইবে পিসিবি।
তবে বিতর্ক আরও বাড়ার আগেই সোমবার (১০ মার্চ) পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘জিও সুপার’-এ এক মুখপাত্রের মাধ্যমে ব্যাখ্যা দিয়েছে আইসিসি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্র জানান, “পিসিবি প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি।”
তিনি আরও বলেন, “আইসিসি সাধারণত বোর্ডের শীর্ষস্থানীয় ব্যক্তিদেরই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, যেমন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্যান বা সিইও। অন্য কর্মকর্তারা মাঠে উপস্থিত থাকলেও তাদের মঞ্চে ডাকা হয় না।”
তবে প্রশ্ন থেকেই যায়, যদি সিইও পর্যায়ের ব্যক্তিদের ডাকা হয়, তাহলে পিসিবির সিইও সামির আহমেদ সৈয়দ কেন উপেক্ষিত হলেন? আইসিসির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা এখনো আসেনি, যা বিতর্ককে আরও উসকে দিচ্ছে।


