নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনাকে ২৫ রানে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে ব্রাজিল নারী ক্রিকেট দল। গ্লোবাল রাউন্ডের টিকিট পেতে হলে এই ডাবল লিগ পদ্ধতির টুর্নামেন্টে শীর্ষস্থান অর্জন করতে হবে ব্রাজিল, আর্জেন্টিনা, কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো এক দলকে। আর সেই লক্ষ্যে প্রথম ধাপটা দারুণভাবেই পেরোলো ব্রাজিল।
ব্রাজিলের লো-স্কোরিং জয়

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ব্রাজিলের ব্যাটিং ছিল বেশ ধীরগতির। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো।

৬৯ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৫.১ ওভারেই মাত্র ৪৪ রানে গুটিয়ে যায় আর্জেন্টিনা নারী দল। শুরুটা ভালো করলেও দ্রুত উইকেট হারিয়ে পথ হারায় তারা। ওপেনিং জুটিতে আলবের্তিনা গালান (৯) ও মালেনা লোয়ো (১০) দলকে ২২ রানে পৌঁছে দিলেও এরপর ধসে পড়ে তাদের ইনিংস।
ব্রাজিলের বোলিং দাপট

ব্রাজিলের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান নিকোল মন্তেইরো। মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা হন তিনি। বিশেষ করে লোয়োকে স্টাম্পিংয়ে ফেলেই আর্জেন্টিনার ব্যাটিং লাইনআপে ধস নামান এই স্পিনার।

এই জয়ের ফলে বিশ্বকাপ বাছাইয়ের পথে একধাপ এগিয়ে গেল ব্রাজিল। ১৭ মার্চ আবার মুখোমুখি হবে দুই দল।

এদিকে, দিনের অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৯ রানে হারিয়ে শুভসূচনা করেছে কানাডা।

news