সান্তোসের জন্য কঠিন সময়, আর সেই সময়েই বিতর্কের কেন্দ্রে ব্রাজিলিয়ান তারকা নেইমার। ইনজুরির কারণে দলের সেমিফাইনাল ম্যাচ খেলতে পারেননি তিনি, অথচ এর মাঝেই তাকে দেখা গেছে কার্নিভ্যালে আনন্দ করতে! যা নিয়ে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক সমালোচনা।
গত ১০ মার্চ করিন্থিয়ানসের বিপক্ষে ২-১ গোলে হেরে সান্তোস বিদায় নেয়। গ্যালারিতে বসে ম্যাচ দেখতে দেখতে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন নেইমার। সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়। কিন্তু বিতর্কের শুরু সেমিফাইনালের আগেই। গত ৩ মার্চ ব্রাগানতিনোর বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমে কিছুক্ষণ খেলেই কার্নিভ্যাল প্যারেডে যোগ দেন তিনি।
নেইমারের এই আচরণ মেনে নিতে পারছেন না অনেকেই। ব্রাজিলিয়ান লেখক কাসাগ্রান্দে জুনিয়র তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সেমিফাইনালের চেয়ে কার্নিভ্যালকেই বেশি গুরুত্ব দিয়েছে নেইমার! গত পাঁচ বছরে তার এমন আচরণ বারবার দেখা গেছে।’
নেইমারের বিরুদ্ধে অভিযোগ, তিনি বারবার পেশাদারিত্বের জায়গা হারিয়ে ফেলেন। চোট নিয়ে থাকা অবস্থায় এমন উৎসবে অংশ নেওয়া তার প্রতি বিশ্বাস নষ্ট করেছে অনেক সমর্থকের।
তবে নেইমার তার ইনস্টাগ্রামে চোট নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, ‘আমি সবকিছু দিয়ে মাঠে নামতে চেয়েছিলাম। কিন্তু গত বৃহস্পতিবার হঠাৎ অস্বস্তি বোধ করি, যা আমাকে খেলতে দেয়নি। দলকে সাহায্য করতে না পারায় কষ্ট পাচ্ছি।’
সমালোচনা চললেও সান্তোস ক্লাব নেইমারের পাশে আছে। তাদের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সতীর্থদের উদ্দেশ্যে নেইমার বলেন, ‘আমি খেলতে পারছি না, এটা আমার জন্য কষ্টের। দয়া করে আমার পাশে থাকুন।’
নেইমারের এই বিতর্ক তাকে ভবিষ্যতে আরও চাপে ফেলবে কিনা, তা এখন সময়ই বলে দেবে!


