ক্রিকেট মাঠে ফিল্ডিংয়ে নতুন মাইলফলক গড়ছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শুভমান গিলের দুর্দান্ত ক্যাচ কিংবা গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে বিরাট কোহলির ক্যাচ—ফিলিপসের অসাধারণ ফিল্ডিং পুরো বিশ্বকে মুগ্ধ করেছে!
তার দারুণ রিফ্লেক্স, গতি আর অবিশ্বাস্য ক্যাচিং দক্ষতা দেখে অনেকেই তাকে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডসের সঙ্গে তুলনা করছেন। আর এবার নিজেই ফিলিপসকে 'প্রজন্ম সেরা' ফিল্ডার হিসেবে স্বীকৃতি দিলেন জন্টি রোডস!
সম্প্রতি এক ক্রিকেট ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেন, ‘দুঃখিত জন্টি রোডস, আমরা বিশ্বাস করি ফিলিপস এই প্রজন্মের সেরা ফিল্ডার।’ এই পোস্ট নজর এড়ায়নি রোডসের। তিনি সেটি শেয়ার করে লিখেছেন, ‘দুঃখিত হয়ো না, আমি একমত!’
তবে দুর্দান্ত ক্যাচের পরও নিউজিল্যান্ড ফাইনালে ৪ উইকেটের ব্যবধানে হেরে যায়। কিন্তু ফিলিপসের নৈপুণ্য নিয়ে উচ্ছ্বাস থামেনি। ম্যাচ শেষে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘সে (ফিলিপস) এমনটা নিয়মিতই করে, তাই অবাক হওয়ার কিছু নেই।’
বিশ্ব ক্রিকেটে দুর্দান্ত ফিল্ডারদের তালিকায় এরই মধ্যে জায়গা করে নিয়েছেন ফিলিপস। বিশেষ করে শুভমান গিলের সেই ক্যাচ নিয়ে এখনও আলোচনা চলছে। মাত্র ০.৭৮ সেকেন্ডের রিফ্লেক্সে যেভাবে তিনি বল তালুবন্দি করেছেন, তা সত্যিই অসাধারণ!


