নতুন মৌসুমের জন্য অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে জায়গা পেলেন না বাংলাদেশের কোনো ক্রিকেটার! ২৯ জন ক্রিকেটার নাম নিবন্ধন করলেও ইংল্যান্ডের হান্ড্রেড বলের এই জনপ্রিয় লিগে কাউকেই দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। অথচ রাচিন রবীন্দ্র, নূর আহমদ, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসনসহ একাধিক আন্তর্জাতিক তারকা দল পেয়ে গেছেন।
সবচেয়ে বেশি ১ লাখ ২০ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে ড্রাফটে ছিলেন সাকিব আল হাসান। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় দলেও অনিয়মিত থাকা এই অলরাউন্ডারকে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল। আইপিএল ও পিএসএলেও দল পাননি তিনি। লিটন দাস, হৃদয়, শেখ মেহেদী, শরিফুল ইসলামসহ অন্যদেরও উপেক্ষা করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ না দেখানোর মূল কারণ সাম্প্রতিক ফর্ম ও অভিজ্ঞতার অভাব। অন্যদিকে, ইংল্যান্ডে সেভাবে পারফর্ম করার রেকর্ডও নেই অনেকের।
এদিকে, ড্রাফটে দল না পেলেও নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার তারকারা দল পেয়েছেন সহজেই। লন্ডন স্পিরিট নিয়েছে ওয়ার্নার ও উইলিয়ামসনকে, ম্যানচেস্টার অরিজিনালস দলে নিয়েছে রাচিন রবীন্দ্রকে, ওভাল ইনভিন্সিবলসে খেলবেন রশিদ খান, আর ট্রেন্ট রকেটসে যোগ দিয়েছেন মার্কাস স্টইনিস।
বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিদের অনাগ্রহ নিয়ে বিতর্ক থাকলেও এটি স্পষ্ট, আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে জায়গা পেতে হলে নিজেদের পারফরম্যান্স আরও উন্নত করতে হবে টাইগারদের!


