অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শ এবার আইপিএলে অলরাউন্ডার নয়, শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলবেন! চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই তারকা এবার বল হাতে নামবেন না, বরং ব্যাটিংয়েই মনোযোগ দেবেন।
গত ৭ জানুয়ারি পিঠের নিচের অংশে চোট পাওয়ার পর থেকে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারেননি মার্শ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ মিস করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও জায়গা হয়নি তার। তবে দীর্ঘ বিশ্রামের পর ব্যাট হাতে ফিরেছেন তিনি। অস্ট্রেলিয়ার চিকিৎসকরা তাকে ফিট ঘোষণা করলেও বোলিংয়ে ঝুঁকি নিতে চান না ফ্র্যাঞ্চাইজিরা।
এবারের আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের হয়ে মাঠে নামবেন মার্শ। মেগা নিলামে ৩ কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। আগামী বৃহস্পতিবার তিনি দলের সঙ্গে যোগ দিতে ভারতে আসছেন। আগের তিন মৌসুম দিল্লি ক্যাপিটালসে খেললেও চোটের কারণে নিয়মিত মাঠে নামতে পারেননি।
অন্যদিকে, আইপিএলের আগে সুস্থ হয়ে উঠছেন আরও তিন অস্ট্রেলিয়ান তারকা—প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোটের কারণে তারা মাঠে নামতে না পারলেও এবার আইপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কামিন্স ও স্টার্ক গোড়ালির চোটে ভুগছিলেন, আর হ্যাজেলউডের ছিল নিতম্বের সমস্যা।
আইপিএল শুরুর আগেই সুস্থ হয়ে মাঠে ফিরতে মরিয়া এই তারকারা। এবার দেখার পালা, ব্যাটার হিসেবে নতুন ভূমিকায় কেমন পারফর্ম করেন মার্শ!


