বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার অপেক্ষায় থাকা ইংলিশ লিগের তারকা হামজা দেওয়ান চৌধুরী আবারও মানবিকতার অনন্য নজির গড়লেন। হবিগঞ্জের বাহুবল উপজেলার নিজ গ্রাম স্নানঘাটে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রায় ১০ লাখ টাকা বিতরণ করেছেন তিনি।
গ্রামের মানুষের পাশে হামজা
মঙ্গলবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে হামজা দেড় শতাধিক অসহায় মানুষের হাতে এই সহায়তা তুলে দেন। এ সময় তার বাবা দেওয়ান মোরশেদ চৌধুরীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এতিমদের জন্য মাদ্রাসা ও শিক্ষার ব্যবস্থা
গ্রামের উন্নয়নে দীর্ঘদিন ধরেই কাজ করছেন হামজা। নিজ অর্থায়নে একটি মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছেন, যেখানে এতিম শিশুদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা রয়েছে। বিকেলে তিনি এতিম শিক্ষার্থীদের সঙ্গেও দেখা করেন এবং তাদের সঙ্গে সময় কাটান।
প্রতিবছর সহায়তা পাঠান হামজা
হামজার বাবা মোরশেদ চৌধুরী জানান, ছেলে বরাবরই গ্রামের মানুষের পাশে থাকার চেষ্টা করেন। প্রতিবছরই দরিদ্র মানুষ, মসজিদ ও মাদ্রাসায় সহায়তা পাঠান। গ্রামের উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানার খরচও তিনি বহন করেন।
দেশের হয়ে মাঠে নামার আগেই হামজা তার শিকড়ের মানুষের পাশে দাঁড়িয়ে প্রমাণ করলেন— তিনি শুধু ফুটবলের নন, মানবিকতারও তারকা!


