স্পেনের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো একজন খেলোয়াড় রোজা রেখে মাঠে নামতে চলেছেন। বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল নেদারল্যান্ডসের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে রোজা রেখেই খেলবেন, যা স্পেন জাতীয় দলে এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।

মাত্র ১৭ বছর বয়সী ইয়ামাল এর আগেও বার্সেলোনার হয়ে রোজা রেখে খেলেছেন, তবে জাতীয় দলে এটি নতুন ঘটনা। যদিও বিশ্ব ফুটবলে মুসলিম খেলোয়াড়দের রোজা রেখে খেলার নজির রয়েছে, কিন্তু স্পেনের ইতিহাসে আগে কখনো এমন কিছু ঘটেনি।

স্পেনের জাতীয় দলে ইয়ামালই প্রথম মুসলিম নন। তার আগে আদামা ত্রাওরে, আনসু ফাতি এবং মুনির এল হাদ্দাদির মতো খেলোয়াড়রাও ছিলেন। তবে তাদের কেউ রমজানে জাতীয় দলের ম্যাচ খেলেননি।

আগামী ২১ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম লেগ এবং ২৪ মার্চ ফিরতি লেগ খেলবে স্পেন। ইনজুরি মুক্ত থাকলে দুটো ম্যাচেই মাঠে নামবেন ইয়ামাল এবং রোজা রেখেই নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত তিনি।

নিজের প্রস্তুতি নিয়ে ইয়ামাল বলেন, "রোজা রেখে খেলতে আমার কোনো সমস্যা হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরকে পানিশূন্য না রাখা। আমি ক্লাবে এ ব্যাপারে খুবই সতর্ক থাকি। ফজরের নামাজের পর ইলেক্ট্রোলাইটসমৃদ্ধ পানীয় পান করি, যা সারাদিন আমাকে হাইড্রেটেড রাখে।"

এই তরুণ ফুটবলারের এমন সিদ্ধান্ত মুসলিম খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন অনেকেই।

news