অবশেষে জয়ের দেখা পেল রূপগঞ্জ টাইগার্স! পাঁচ ম্যাচের হার নিয়ে ধুঁকতে থাকা দলটি পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে লিস্ট ‘এ’ লিগে প্রথম জয় নিশ্চিত করেছে। এই জয়ের মূল নায়ক ওপেনার আব্দুল মজিদ, যিনি দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে জেতালেন নাটকীয়ভাবে।

পারটেক্সের দেওয়া ২২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে রূপগঞ্জের প্রয়োজন ছিল ১০ রান। মজিদ তখন ৯২ রানে অপরাজিত। প্রথম পাঁচ বলে কোনো বাউন্ডারি আসেনি, কেবল একটি ডাবলস নিতে পেরেছিলেন তিনি। শেষ বলে দলের দরকার ৩ রান, আর ব্যক্তিগত সেঞ্চুরির জন্য ৪। পারটেক্সের পেসার তৌফিক শর্ট বল দিলেন, উইকেট ছেড়ে জায়গা বানিয়ে ফাইন লেগ দিয়ে চার মেরে দলকে জয় এনে দিলেন মজিদ!

১২৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন তিনি, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে তার নবম সেঞ্চুরি। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে আসাদুল্লাহ গালিব ৫০ রান করেন, আর শেষ দিকে আরিফুলের ৩০ বলে ৩৪ রানের ক্যামিও ম্যাচ সহজ করে দেয়।

এর আগে পারটেক্সের হয়ে ওপেনিংয়ে দুর্দান্ত শুরু করেন জয়রাজ শেখ (৫৪) ও রুবেল মিয়া (৫২)। তবে তাদের বিদায়ের পর ধস নামে। অধিনায়ক সাব্বির রহমান ব্যর্থ, ৭ বলে মাত্র ২ রান করেন। শেষ দিকে জাওয়াদ (২৩) ও রাকিব (২৬) রান পেলে দল দুইশ’ ছাড়ায়।

রূপগঞ্জের বোলিংয়ে আল-আমিন জুনিয়র মাত্র ১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। মাহমুদুল হাসানও ৪৬ রানে ৩ উইকেট নেন।

এই জয়ে পাঁচ ম্যাচের হারের বৃত্ত ভেঙে রূপগঞ্জ টাইগার্স ঘুরে দাঁড়াল, আর পারটেক্স পেল টানা পাঁচ হারের তিক্ত স্বাদ!

 

news