অবশেষে সব শঙ্কা কাটিয়ে বোলিংয়ে ফিরতে প্রস্তুত সাকিব আল হাসান! ইংল্যান্ডে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বীকৃত ক্রিকেটে আবার বল হাতে নামার অনুমতি পেয়েছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।
গত বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ইংল্যান্ড ও ভারতের দুটি ভিন্ন ল্যাবে পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি সাকিব। এতে সব ধরনের স্বীকৃত ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ হয়।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কাউন্টি ক্রিকেট খেলার সময় তার অ্যাকশন সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়। এরপর বার্মিংহামের লাফবোরো ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত পরীক্ষায় ব্যর্থ হন তিনি। চেন্নাইতে দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি। ফলে দীর্ঘ সময় বোলিং থেকে দূরে থাকতে হয় তাকে।
অবশেষে তৃতীয় দফায় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বস্তি পেলেন সাকিব। এই সাফল্যের ফলে আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের ক্রিকেটে তার বোলিংয়ে আর কোনো বাধা থাকছে না। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ খবর!


