বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আগামীকাল শনিবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর ঠিক চার দিন পর, ২৬ মার্চ, তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে। তবে এই দুটি কঠিন ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা শিবির। ইনজুরির কারণে একাধিক তারকা ফুটবলারকে পাচ্ছে না দলটি, যা একাদশ সাজানো নিয়ে কোচ লিওনেল স্কালোনিকে ফেলেছে বড় চিন্তায়।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, "আগামীকালের ম্যাচের একাদশ ৯০ শতাংশ ঠিক হয়ে গেছে। অনুশীলন শেষে চূড়ান্ত করব।" দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের না পাওয়ায় হতাশা থাকলেও, তিনি এটিকে অন্যদের জন্য নিজেদের প্রমাণের বড় সুযোগ হিসেবে দেখছেন।
আর্জেন্টিনা দলে মেসির অনুপস্থিতি অবশ্যই বড় ধাক্কা, তবে তরুণ খেলোয়াড়রা কি এই সুযোগ কাজে লাগিয়ে দলকে সঠিক পথে রাখতে পারবে? এটি এখন দেখার বিষয়। সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ধারণা দিয়েছে সম্ভাব্য একাদশ সম্পর্কে।
এদিকে, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলো—এই ম্যাচটি কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে না। তবে ডিজিটাল মাধ্যমে দেখা যাবে Sportzfy ও Yacine TV অ্যাপে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নিকোলাস টাগলিয়াফিকো
মিডফিল্ডার: এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেজ
ফরোয়ার্ড: গিলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা, জুলিয়ান আলভারেজ
চোট-সঙ্কট সামলে স্কালোনির দল কি উরুগুয়ের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় তুলে নিতে পারবে? উত্তরের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা!


