বিশ্বকাপ বাছাইপর্বে শক্তিশালী উরুগুয়েকে কষ্টার্জিত জয় উপহার দিল আর্জেন্টিনা। লিওনেল মেসি, পাওলো দিবালা ও লাউতারো মার্টিনেজকে ছাড়াই মাঠে নেমেছিল আলবিসেলেস্তেরা। তবে অভিজ্ঞ খেলোয়াড়দের অনুপস্থিতি খুব একটা প্রভাব ফেলতে পারেনি। উরুগুয়ে ম্যাচে বলের দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। অন্যদিকে, আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে ডিয়েগো আলমাদার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয়।

শনিবার (২২ মার্চ) মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। শুরু থেকেই স্বাগতিকরা আক্রমণাত্মক ফুটবল খেললেও আর্জেন্টাইন রক্ষণদুর্গ ভাঙতে পারেনি। প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে ৬৮তম মিনিটে দূরপাল্লার শটে উরুগুয়ের জাল কাঁপান আলমাদা, যা শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র গোল হিসেবে গড়ে দেয় ব্যবধান।

এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো আর্জেন্টিনা। অন্যদিকে, ২২ পয়েন্ট নিয়ে ইকুয়েডর দ্বিতীয়, ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল তৃতীয় এবং ২০ পয়েন্ট নিয়ে উরুগুয়ে চতুর্থ স্থানে রয়েছে।

দলের সেরা তারকাদের ছাড়াই এমন জয়ের পর আত্মবিশ্বাসে উড়ছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, বিশ্বকাপ বাছাইয়ের প্রতিটি ম্যাচ কঠিন, তবে দল দুর্দান্তভাবে নিজেদের সেরাটা দিচ্ছে। সামনের ম্যাচগুলোতে আরও শক্তিশালী দল হয়ে মাঠে নামতে চায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

news