ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরেও নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু করল মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ঠিক এক বছর আগেও উদ্বোধনী ম্যাচে হার দেখেছিল তারা।
রোববার (২৩ মার্চ) টস হেরে ব্যাটিংয়ে নামে মুম্বাই। তবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। তিলক বর্মা ও সূর্যকুমার যাদব কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি। তিলক ২৫ বলে ৩১ ও সূর্যকুমার ২৬ বলে ২৯ রান করেন। শেষদিকে দীপক চাহারের ১৫ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংসে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান তোলে মুম্বাই।
চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন আফগান স্পিনার নুর আহমেদ। মাত্র ১৮ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। সঙ্গে খালিল আহমেদও ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাই শুরুতেই রাহুলকে হারালেও রাচিন রবীন্দ্রের বিধ্বংসী ব্যাটিংয়ে সহজ জয়ের পথে এগিয়ে যায়। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ২৬ বলে ৫৩ রানের পার্টনারশিপ গড়েন তিনি। গায়কোয়াড় আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে চেন্নাই, তবে রাচিনের অনবদ্য ইনিংসে জয় নিশ্চিত হয় ৫ বল বাকি থাকতেই। ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন কিউই অলরাউন্ডার।
মুম্বাইয়ের হয়ে বল হাতে ৩ উইকেট নেন ভিগনেশ পুথুর। তবে জয় দিয়ে আসর শুরু করায় উচ্ছ্বাসে ভাসছে চেন্নাই শিবির।


