ব্রাজিল যদি ২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা করে নেয়, তাহলে কি নেইমার খেলতে পারবেন? ফুটবল ভক্তদের মনে ঘুরপাক খাওয়া এই প্রশ্নের জবাবে দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো স্পষ্ট বার্তা দিলেন—নেইমারকে বিশ্বমঞ্চে খেলতে হলে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করতে হবে।
কাতার বিশ্বকাপের পর থেকেই একের পর এক চোটে জর্জরিত নেইমার। হাঁটুর গুরুতর চোট কাটিয়ে দেড় বছর পর জাতীয় দলে ফিরলেও নতুন করে চোট পেয়ে ছিটকে গেছেন। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচেও তাকে পাওয়া যায়নি। ফলে বিশ্বকাপের আগে নিজেকে পুরোপুরি ফিট করে তোলা এখন নেইমারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
রোনালদো নিজেও দীর্ঘ ক্যারিয়ারে চোট সমস্যায় ভুগেছেন। তবে সেই চোট কাটিয়ে ২০০২ বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ব্রাজিলকে পঞ্চমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন। নেইমারও যদি বিশ্বকাপে খেলতে চান, তাহলে তাকে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে হবে বলে মনে করেন এই কিংবদন্তি।
এক পডকাস্টে রোনালদো বলেন, "আমি বিশ্বাস করি নেইমার ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবে। কিন্তু তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। নিজেকে উৎসর্গ করতে হবে। এটা পুরোপুরি তার উপর নির্ভর করছে।"
নেইমার যদি শতভাগ ফিট হয়ে বিশ্বকাপে যেতে পারেন, তাহলে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের সম্ভাবনাও থাকবে বলে মনে করেন রোনালদো। তিনি বলেন, "বিশ্বকাপে খেলা সহজ কিছু নয়। তাকে সঠিক খাবার খেতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, নিয়মিত কঠোর অনুশীলন করতে হবে। তাহলেই সে বিশ্বকাপে নিজেকে প্রমাণ করতে পারবে।"
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে বর্তমানে তৃতীয় স্থানে থাকা ব্রাজিল আগামী বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে। ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষায়, নেইমার কি পারবেন রোনালদোর দেখানো পথ ধরে আরেকবার বিশ্বমঞ্চ কাঁপাতে?


