কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স ছয় বছর পর আবারও সাদা পোশাকে স্বাগতিক ভারতকে দেখতে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে, আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করবে তারা, যার দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ইডেনে।

২০১৯ সালে বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক গোলাপি বলের টেস্টের পর ইডেনে আর টেস্ট ম্যাচ হয়নি। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটছে। ২ অক্টোবর মোহালিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, আর ১০ অক্টোবর ইডেনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

ভারতের আসন্ন ব্যস্ত সূচির মধ্যে এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের হাই-ভোল্টেজ টেস্ট সিরিজ খেলবে ভারত। এরপর দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দেবে রোহিত শর্মার দল।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরপরই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। সেখানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। নভেম্বরের শুরুতে দিল্লির ফিরোজ শাহ কোটলায় হবে প্রথম টেস্ট, আর দ্বিতীয় টেস্টের আয়োজন করা হবে গুয়াহাটিতে—যা প্রথমবারের মতো টেস্ট ম্যাচের স্বাদ পেতে যাচ্ছে।

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাঁচি, রায়পুর ও বিশাখাপত্তনমে, যথাক্রমে ৩০ নভেম্বর, ৩ ডিসেম্বর ও ৬ ডিসেম্বর। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে কটক, নাগপুর, ধর্মশালা, লক্ষ্ণৌ ও আহমেদাবাদে।

ভারতের ঘরোয়া দর্শকদের জন্য এটি দারুণ খবর, কারণ ইডেনে দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেট ফিরছে। ক্রিকেটপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষায়, কলকাতার বিখ্যাত গ্যালারিতে আবারও টেস্ট ক্রিকেটের রোমাঞ্চ দেখার জন্য!

news