নেশন্স লিগের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। রোববার (২৩ মার্চ) ঘরের মাঠে ডাচদের বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ের পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয় লা রোহা।

প্রথম লেগে ২-২ সমতায় শেষ হওয়ায় দ্বিতীয় লেগটি ছিল দুই দলের জন্য বাঁচা-মরার লড়াই। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটেও দুই দল করে দুই গোল। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দুই দল একটি করে গোল করলে ম্যাচ শেষ হয় ৩-৩ সমতায়, বাধ্য হয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচ শটে স্পেন ও নেদারল্যান্ডস একটি করে শট মিস করে। স্পেনের হয়ে মারিনো, বাইনা, তোরেস ও অ্যালেক্স গার্সিয়া গোল পেলেও ইয়ামালের শট ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক। অপরদিকে, ফন ডাইক, কুপমেইনারস, সিমন্স ও টেইলর গোল করলেও ডাচদের হতাশ করেন ল্যাং, যিনি পেনাল্টি মিস করেন।

শেষ পর্যন্ত ষষ্ঠ পেনাল্টিতে নেদারল্যান্ডসের হয়ে মালানের শট দুর্দান্তভাবে রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। এরপর পেদ্রি গোল করে স্পেনকে এনে দেন দারুণ এক জয়, যা নিশ্চিত করে তাদের সেমিফাইনালের টিকিট।

নাটকীয় এ জয় স্পেনের শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রাখল। এখন সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে, সেটাই দেখার অপেক্ষা!

news