নেশন্স লিগের রোমাঞ্চকর লড়াইয়ে ডেনমার্ককে ৫-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল। প্রথম লেগে ১-০ গোলে হেরে ব্যাকফুটে থাকলেও দ্বিতীয় লেগে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে সেলেকাওরা। লিসবনে রোববার (২৩ মার্চ) দারুণ এক ম্যাচ উপহার দিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল পর্তুগাল, তবে রোনালদোর পেনাল্টি রুখে দেন ডেনিশ গোলরক্ষক। এরপরও দারুণভাবে খেলতে থাকে স্বাগতিকরা। ৩৮তম মিনিটে অ্যান্ডারসেনের গোলে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে পর্তুগাল।
কিন্তু দ্বিতীয়ার্ধে আবারও ধাক্কা খায় স্বাগতিকরা। ৫৬তম মিনিটে ক্রিস্টেনসেন গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন। তবে পর্তুগালও ছাড় দেয়নি। ৭২তম মিনিটে রোনালদো দুর্দান্ত গোল করে ম্যাচে ফেরান দলকে, যা ছিল তার ক্যারিয়ারের ৯২৯তম গোল! তবে নাটকের তখনও বাকি ছিল। ৭৬তম মিনিটে এরিকসেন গোল করে আবারও সমতায় ফেরান ডেনিশরা।
৮৬তম মিনিটে পর্তুগালের তৃতীয় গোল করেন ফ্রান্সিসকো ট্রিনকাও, কিন্তু দুই লেগ মিলিয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই বাজিমাত করে স্বাগতিকরা।
নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই রোনালদোকে তুলে নেন কোচ, তার বদলি হিসেবে নামেন গোনকালো রামোস। আর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই ট্রিনকাও ফের জালের দেখা পান। ১১৫তম মিনিটে রামোসের গোল নিশ্চিত করে পর্তুগালের ৫-৩ গোলের জয়।
এই ঐতিহাসিক জয়ে সেমিফাইনালের টিকিট কাটল পর্তুগাল। এবার প্রতিপক্ষ শক্তিশালী জার্মানি—রোনালদোদের সামনে আরেকটি বড় পরীক্ষা!


