ফুটবল বিশ্ব অপেক্ষায় আরেকটি রোমাঞ্চকর লড়াইয়ের, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হতে চলেছে। বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (২৫ মার্চ) ভোর ৬টায়, বিখ্যাত এল মনুমেন্তাল স্টেডিয়ামে।
মেসি-নেইমার ছাড়াই জমবে কি সুপার ক্লাসিকো?
ম্যাচের উত্তেজনা কিছুটা কমিয়ে দিয়েছে লিওনেল মেসি ও নেইমারের অনুপস্থিতি। ইনজুরির কারণে তারা খেলতে পারছেন না। আর্জেন্টিনার স্কোয়াডে নেই পাওলো দিবালা ও লাউতারো মার্টিনেজও। অন্যদিকে ব্রাজিল পাচ্ছে না তাদের তারকা গোলরক্ষক অ্যালিসন বেকার, মিডফিল্ডার জেহেসন ও ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়াইসকে।
পয়েন্ট টেবিলে কার অবস্থান কেমন?
১৩ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ব্রাজিল। এই ম্যাচে ড্র করলেই বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করবে আলবিসেলেস্তেরা। তবে বলিভিয়া তাদের ম্যাচে পয়েন্ট হারালে আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার।
বাংলাদেশ থেকে কোথায় দেখবেন লাইভ?
বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে ম্যাচটি সম্প্রচারিত হবে না। তবে অনলাইনে TYC Sports, Fubo TV, Sportzfy, Yacine TV ও Vix অ্যাপে সরাসরি দেখা যাবে।
ব্রাজিল কি পারবে ১৬ বছরের অপেক্ষার ইতি টানতে?
শেষ ছয় বছরে আর্জেন্টিনাকে হারাতে পারেনি ব্রাজিল। আর্জেন্টিনার মাটিতে তাদের জয়হীন সময় ১৬ বছর! সবশেষ ২০০৯ সালে আর্জেন্টিনায় জিতেছিল সেলেসাওরা। সর্বশেষ ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছিল ব্রাজিল, এরপরের চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। এবার কি বদলাবে ইতিহাস?


