স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একেবারে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি পাকিস্তান। কোনোরকম একটি ম্যাচ জিতে তারা হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেলো। তবে সিরিজের শেষ ম্যাচেও পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল নিউজিল্যান্ড।

২৬ মার্চ, বুধবার ওয়েলিংটনে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান। কিন্তু নিউজিল্যান্ডের পেসার জিমি নিশামের তাণ্ডবে পাকিস্তানের ব্যাটিং আক্রমণ মাটির সাথে মিশে যায়। ৫ উইকেট শিকার করে তিনি পাকিস্তানের ইনিংসকে ৯ উইকেটে ১২৮ রানে থামিয়ে দেন। এরপর কিউইরা মাত্র ১০ ওভারেই ৮ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়। সাইফার্টের অপরাজিত ৯৭ রানের সৌজন্যে নিউজিল্যান্ড সহজেই জয় পায়।

পাকিস্তান দলের বোলারদের বিরুদ্ধে ফিন অ্যালেন এবং সাইফার্টের ওপেনিং জুটি দুর্দান্ত পারফরম্যান্স দেখায়। তাদের উদ্বোধনী ৩৯ বলের ৯৩ রান কিউইদের জয়ী পথে এগিয়ে নিয়ে যায়। পাকিস্তান কেবলমাত্র ২৭ রানেই তিনটি উইকেট হারানোর পর ম্যাচটি একপেশে হয়ে যায়। এরপর পাকিস্তানের ব্যাটিং একেবারে ধ্বংস হয়ে যায় এবং তাদের দলীয় সংগ্রহ বাড়ানোর কোনো সুযোগই মেলেনি।

অন্যদিকে, জিমি নিশাম সিরিজের এই শেষ ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। সিরিজের শুরু থেকেই পাকিস্তানকে রীতিমতো চাপের মধ্যে রেখেছিল নিউজিল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ জয়ী কিউইরা এবার ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুত।

এটি ছিল পাকিস্তানের জন্য অত্যন্ত হতাশাজনক সিরিজ, যেখানে তারা মূলত কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি।

news