বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার ছাড়পত্র পেয়েছেন। এবারের আসরে পুরো মৌসুম খেলতে পারবেন তারা। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় নাহিদকে কিছুটা দেরিতে পাবে তার দল। ফ্র্যাঞ্চাইজি লিগে এবারই প্রথমবার সুযোগ পাওয়া এই পেসার সিরিজ শেষে যোগ দেবেন তার দলের সঙ্গে।

নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমির হয়ে, যেখানে তার অভিষেক হতে পারে ২৬ এপ্রিলের পর। অন্যদিকে, করাচি কিংসের হয়ে খেলবেন লিটন দাস, যাকে সিলভার ক্যাটাগরি থেকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন লেগ-স্পিনার রিশাদ হোসেন।

পিএসএল শুরু হচ্ছে ১১ এপ্রিল থেকে, আর এই সময়েই জিম্বাবুয়ে সিরিজে ব্যস্ত থাকবে বাংলাদেশ। এই কারণেই লিটন ও নাহিদের অনাপত্তিপত্র (NOC) নিয়ে ধোঁয়াশা ছিল। তবে সবকিছু স্পষ্ট হয়ে গেছে—নাহিদ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শেষে উড়াল দেবেন পাকিস্তানে, আর লিটনকে বিসিবি এই সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে, ফলে তিনি শুরু থেকেই পিএসএলে খেলতে পারবেন।

এবারের পিএসএল ৩৪ ম্যাচের টুর্নামেন্ট, যা চলবে ১৮ মে পর্যন্ত। পেশোয়ার জালমির হয়ে পাঁচটি ম্যাচ মিস করতে পারেন নাহিদ, তবে পরের ম্যাচগুলোতে তার অংশগ্রহণ নিশ্চিত। তার দল যদি পরবর্তী ধাপে যায়, তাহলে ম্যাচের সংখ্যা আরও বাড়তে পারে।

পিএসএলের রিপ্লেসমেন্ট ড্রাফটে লিটন-নাহিদদের বিকল্প নেয়নি কোনো দল, যা আগে থেকেই ইঙ্গিত দিয়েছিল যে তারা সুযোগ পেতে যাচ্ছেন। এবার সেটাই বাস্তব হলো। এখন দেখার বিষয়, বাংলাদেশি ক্রিকেটাররা এই প্রতিযোগিতায় কতটা প্রভাব রাখতে পারেন!

news