জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল মারা গেছেন

ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে হার মানলেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। মঙ্গলবার ১৯ এপ্রিল বিকাল ৫টায় নিজ বাসভবনে মারা যান তিনি। 

কিছুটা সুস্থ বোধ করায় তিন দিন আগে স্কয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরে যান রুবেল। সোমবার শারীরিক অবস্থার অবনতি হয় তার। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে  তার বয়স হয়েছিলো ৪০ বছর।

গত বছরের অক্টোবরে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আইসিউইতে নেওয়া হয়েছিলো ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে। সেখান থেকে সুস্থ হয়ে ফিরে চিকিৎসার জন্য দেশের বাইরে যান তিনি। সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারি ভারত থেকে ডাক্তার দেখিয়ে আসেন। তবে দেশে ফিরে আবার বেশি অসুস্থ হয়ে পড়েন। এজন্য কিছুদিন পর আবারো হাসপাতালের আইসিউইতে নেওয়া হয় রুবেলকে।

২০১৯ সালে মস্তিষ্কে টিউমার ধরা পড়লে মাঠ থেকে ছিটকে পড়েন রুবেল। চিকিৎসা নিয়ে প্রায় সেরে উঠলেও নতুন করে টিউমার ধরা পড়ে তার মস্তিষ্কে। নতুন করে টিউমার ধরা পড়ায় শঙ্কায় পড়ে যায় রুবেলের জীবন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই ক্রিকেটার সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান। 

news