এশিয়া কাপ আয়োজনে শ্রীলঙ্কার বিকল্প আরব আমিরাত
এশিয়া কাপ আয়োজনে শ্রীলংকাকে ২৭ জলাই পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যদি এই সময়ের মাঝে দেশটি টুর্নামেন্টটি আয়োজন করতে না পারে তাহলে এবারের এশিয়া কাপের আয়োজক দেশ হবে সংযুক্ত আরব আমিরাত।
সর্বশেষ ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ। এরপর ২০২০ সালে টুর্নামেন্টটি শ্রীলংকায় অনুষ্ঠিত হবার কথা থাকলেও বিশ্বব্যাপি করোনা ছড়িয়ে পরায় সেটা ২০২১ সালে পিছিয়ে নেওয়া হয়। তবে শ্রীলংকাতে গত বছরের মে মাসের পর পুনরায় করোনা ছড়িয়ে পড়লে সেটা আরো এক বছর পিছিয়ে ২০২২ সালে নিয়ে আসা হয়। চলতি বছর শ্রীলংকাতে অর্থনৈতিক সংকট দেখা দিলে দেশটি টুর্নামেন্টটি আয়োজন করতে পারবে কিনা তাতে নতুন করে সংশয় দেখা দেয়।