মুক্তার আলি ও তানবীরের বীরত্বে ম্যাচ জিতলো লিজেন্ড অব রূপগঞ্জ

সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসান যখন ফিরে যাচ্ছেন, ম্যাচ জিততে লিজেন্ডস অব রূপগঞ্জের চাই আরও ৬৯ রান। তানবীর হায়দারকে নিয়ে দারুণ এক জুটিতে কঠিন সে সমীকরণ মেলালেন মুক্তার আলি। সাকিব, মাশরাফি বিন মর্তুজাদের মতো বড় তারকাদের ভিড় থেকে বেরিয়ে দলকে জিতিয়ে নায়ক বনলেন তিনি।

বিকেএসপির চার নম্বর মাঠে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বৃষ্টির কারণে ৩৩ ওভারে নেমে আসা ম্যাচে ১৫২ রানে অলআউট হয়েছিল তামিম ইকবালদের প্রাইম ব্যাংক। দুই বল আগে ছক্কা মেরে তাদের রান পেরিয়ে দলকে রোমাঞ্চকর জয় এনে দেন মুক্তার।

ডানহাতি এই অলরাউন্ডার ২ চার, ২ ছক্কায় ৪৫ বলে করেন ৩৯ রান। তার সঙ্গে অপরাজিত থাকা তানবীর করেন ৩৯ বলে ৩১। অলরাউন্ডার হলেও এই ম্যাচে বল হাতে পাননি মুক্তার। ব্যাট করতে নেমেছিলন ৯ নম্বরে। তখন দলের আশা অনেকটা নিভু নিভু। তানবীরের সঙ্গে অবিচ্ছিন্ন ৭০ রানের জুটিতে পরে মাত করেন তিনি। বিশেষ করে শেষ দুই ওভারে তার ব্যাটিং গড়ে দিয়েছে ব্যবধান। 

news