শ্রীলঙ্কা সিরিজের আগে মুশফিকের চোট, হাসপাতালে মেহেদি মিরাজ

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হতে এখনো ২০ দিন বাকি। তার আগে বাংলাদেশ দলে শুরু হয়েছে ইনজুরির মিছিল। তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম আর এবাদত হোসেনের পর এবার চোটে পড়েছেন মুশফিকুর রহিম আর মেহেদী হাসান মিরাজ। রোববার (২৪ এপ্রিল) বিকেএসপিতে পাওয়া এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের চোট শ্রীলঙ্কা সিরিজের আগে বাংলাদেশ দলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চোটে পড়ে মাঠ ছেড়েছেন টাইগার ব্যাটার মুশফিকুর রহিম ও স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

ডিপিএলে মৃত্যুঞ্জয়ের করা ১৭তম ওভারের শেষ বলে তামিমের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুল ফেটে যায় মিরাজের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এই অলরাউন্ডার। এরপর হাতে ব্যান্ডেজ করে তাকে পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।

এর আগে পারভেজ রসুলের করা ইনিংসের দশম ওভারে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে আঘাত পান মুশফিক। সঙ্গে সঙ্গে ড্রেসিং রুমে চলে আসেন তিনি। বরফ দিয়ে তার ব্যথা কমানোর চেষ্টা করা হয়

news