আইপিএলে হরভজনের পছন্দের একাদশে ছয়জনই বিদেশি
জাতীয় দলের জার্সি গায়ে ভারতকে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ জেতানো সদস্য হরভজন সিং। একাধিকবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জয়ী ফ্রাঞ্চাইজিরও সদস্য ছিলেন তিনি। ক্যারিয়ারে জাতীয় দল ও ফ্রাঞ্চাইজি দলের হয়ে একাধিক শিরোপা জিতলেও এবার নিজের পছন্দের ইতিহাসের সেরা আইপিএল একাদশ ঘোষণা করেছেন হরভজন সিং।
হরভজনের পছন্দের এই একাদশের অধিনায়ক ও উইকেটরক্ষকের দায়িত্বে দেখা যাবে ভারত ও আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে। ছয় বিদেশীর মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করা ইংল্যান্ডের কোন সদস্য নাই। বিদেশীদের মাঝে প্রধান্য পাওয়া ওয়েস্ট ইন্ডিজের আছে তিন ক্রিকেটার।
হরভজনের পছন্দের একাদশ: ক্রিস গেইল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শেন ওয়াটসন, এবি ডি ভিলিয়ার্স, এম এস ধোনি, রবীন্দ্র জাদেজা, কাইরন পোলার্ড, সুনীল নারিন, লাসিথ মালিঙ্গা ও জসপ্রিত বুমরাহ।