এবার অবসর নাও অনেক হয়েছে , ক্যাসানো
য়েফা নেশন্স লিগে স্পেনের বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে গেছে পর্তুগাল। ফরোয়ার্ডে একাধিক সুযোগ মিস করে খলনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন বাজে পারফরম্যান্সের পর সিআর সেভেনের অবসর নেয়া উচিত বলে মনে করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা অ্যান্তোনিও ক্যাসানো। অনেক হয়েছে এবার অবসর নাও।
এক সাক্ষাৎকারে ক্যাসানো বলেন, ক্রিশ্চিয়ানোর মতো একজনকেও এমনটা অবসর নিয়ে ভাবতে হয় যদি আপনি এটা কখনোই না পারেন, সেটাই (অবসর) আপনাকে কল করবে। এমনটা সব ধরনের খেলাধুলায় হয়। আমি তাকে বলব, অনেক হয়েছে, এবার অবসর নাও।
রোনালদোর অর্জনের কথাও স্বীকার করেছেন এই ইতালিয়ান। রিয়াল মাদ্রিদ, ম্যানইউর হয়ে কম তো জেতেননি। ক্যারিয়ারে প্রায় সব শিরোপাই জেতা হয়েছে তার। তাই তো এখন বিদায় বলাটাই শ্রেয় মনে করছেন ক্যাসানো, সে প্রায় সবকিছুই জিতেছে। এই জগতে সে বড় আইকন। অনেক অর্থও উপার্জন করেছে। তাই আমি বলব, এখনই ইতি টানতে