শেষ পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মিরাজ
ঢাকা ডিভিশন প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংকের বিপক্ষে তামিমের ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পান মিরাজ। প্রাথমিকভাবে চিকিৎসক চোটের ভয়াবতহা সম্পর্কে কিছু না জানালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে হাতের আঙ্গুলের ইনজুরি গুরুতর হওয়ায় ১৫ মে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের একাদশে থাকবেন না মেহেদী হাসান মিরাজ। একই সাথে দ্বিতীয় টেস্টেও মিরাজকে দলে পাওয়া বাংলাদেশের জন্য অনিশ্চিত। আজকের পত্রিকা
মিরাজ দলে না থাকায় তার পরিবর্তে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে নাঈম হাসানকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের দুটি টেস্ট খেলতে ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলংকা।