সাতটি মিসড কল পেয়ে ধারাভাষ্য ছেড়ে সোজা ভারতীয় দলের কোচ হয়েছিলাম

আগে থেকে জানা ছিল না তার। হঠাৎ করেই দায়িত্ব নিতে হয় ভারতীয় ক্রিকেট দলের। প্রায় যুদ্ধকালীন দ্রুততার সঙ্গে বিরাট কোহলিদের কোচ হওয়ার কথা বলেছেন রবি শাস্ত্রী। ধারাভাষ্যকারদের ঘর থেকে সোজা তাকে ছুটতে হয়েছিল ভারতীয় দলের সাজঘরে।

২০১৪ সালে ভারতীয় দলের কোচের দায়িত্ব নেন শাস্ত্রী। ঠিক সে সময় তিনি ব্যস্ত ছিলেন ধারাভাষ্যের কাজে। শাস্ত্রী বলেছেন, আমার কোনও ধারনাই ছিল না। ওভালে ভারত-ইংল্যান্ড টেস্টের ধারাভাষ্য দিচ্ছিলাম। কাজের মাঝে বিরতির সময় দেখি ছয়-সাতটা মিসড কল। হ্যাঁ সাতবারই ফোন এসেছিল। পাল্টা ফোন করি ওই নম্বরে। এত বার ফোন করার কারণ জানতে চাই। ও প্রান্ত থেকে বিসিসিআইয়ের একজন বলেন, আমরা চাই আপনি কাল থেকেই দলের দায়িত্ব নিন। 

যে কোনও মূল্যে আপনাকে প্রয়োজন। তাকে আমি বলি, এত দ্রুত কী ভাবে সিদ্ধান্ত নেবো। পরিবারের সঙ্গে কথা বলতে হবে। অর্থনৈতিক ভাবে যাদের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু তিনি আমাকে বললেন বোর্ডই সব বুঝে নেবে।

news