ইপিএলে কাল ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসি মুখোমুখি

 ইংলিশ প্রিমিয়ার লিগে ইপিএল বাংলাদেশ সময় আজ রাত পৌণে একটায় ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে চেলসি। সকারওয়ে

 বড় রকমের কোন অঘটন না ঘটলে চেলসির পক্ষে সম্ভব না লিগ শিরোপা জেতা। তবে তৃতীয় স্থানে থাকা ব্লুজদের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রেখে সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ নিশ্চিত করা। আর রেড ডেভিলদের লক্ষ্য ঘরের মাঠে চেলসিকে হারিয়ে প্রিমিয়ার লিগে আবারো জয়ের ধারায় ফেরা। প্রিমিয়ার লিগে শেষ ৪ খেলার তিনটিতেই হেরেছে ম্যানইউ।

ম্যানইউর একাদশে ফিরে আসতে পারেন নিয়মিত অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার তবে সে ক্ষেত্রে দলের শুরুর একাদশ থেকে ছিটকে পরতে পারেন লিন্ডলফ। এছাড়াও ম্যাটিচের পরিবর্তে একাদশে ফিরতে পারেন ফ্রেড। এছাড়াও চেলসির একাদশ থেকে বাদ পড়তে পারেন চিক ও ওয়ার্নার আর শুরুর একাদশে ফিরতে পারেন রুডিগার ও পুলিসিক

news