বিসিবিতে আমার হয়ে কথা বলার কেউ নেই, তাই শ্রীলঙ্কা সিরিজ থেকে বঞ্চিত

পেসার আবু জায়েদ রাহী বাংলাদেশ দলের হয়ে ১৩ টেস্টে ৩০ উইকেট নিয়েছেন। তবুও গেলো ৭ মাস টেস্ট খেলা হয়নি তার। যদিও দলের সাথে ছিলেন। সাদা চোখে পারফরম্যান্স কারণ হলেও রাহি বলছেন, লবিং করার কেউ নেই তার জন্য। তাইতো বাদ পরতে হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে।

 রাহি বলেন, দেশের চেয়ে দেশের বাইরে আমার রেকর্ড ভালো। দেশে না খেলালেও দেশের বাইরে অন্তত আমার সুযোগ হতে পারত। দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ম্যাচে তিন উইকেট নেয়ার পরও খেলানো হলো না। - যমুনাটিভি

না খেলানোর কারণ বলতে গিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে রাহি বলেন, আমার লবিং নেই, আমার সঙ্গে যা হচ্ছে সেটি নিয়ে আসলে কথা বলার কেউ নেই। খুব বেশি দিন নয়, টেস্টে জাতীয় দলের একাদশে নিয়মিত মুখ ছিলেন রাহী। তবে তাকে দল থেকে বাদ দেয়ার আগে কোনো আলোচনাও করেনি বিসিবি। 

news