আমার ক্রাশ লিওনেল মেসি: জাহানারা আলম
মেসি আমার ক্রাশ। ওকে দেখেই আমি আর্জেন্টিনার ভক্ত। প্রিয় দলের প্রতি এভাবেই সমর্থনের কথাগুলো বলেছেন বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা আলম। নিজের ভেরিফাইড আইডিতে আর্জেন্টিনার জার্সি পরে ছবি পোস্ট করেছেন এই ক্রিকেটার।
আমরা জানি, আপনি আর্জেন্টিনার সমর্থক। কিন্তু আপনার দলের শুরুটা তো ভালো হলো না আমি ৯ বছর বয়স থেকে খেলাধুলায়। ক্রিকেটার হওয়ার আগে সব ধরনের খেলাই খেলতাম। ভালো অ্যাথলেট ছিলাম, ফুটবলও খেলেছি। ১১ বছর বয়সেই খুলনায় ঘরোয়া ফুটবল খেলি। মজার ব্যাপার হলো, আমি প্রথম টিভি সাক্ষাৎকার দিয়েছিলাম ফুটবলার হিসেবে, ২০০৪ সালে। তো ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবল এল। তখন থেকেই মেসিকে ভালো লাগে, তারপর আর্জেন্টিনা।
আর্জেন্টিনার সমর্থক হয়েছেন তাহলে শুধু মেসির কারণে মেসির খেলা দেখতে দেখতেই আর্জেন্টিনার প্রতি ভালো লাগা কাজ করেছে। সেখান থেকেই মেসি আমার ক্রাশ। তার খেলাই সবচেয়ে বেশি ভালো লাগে। আরও অনেকের খেলা ভালো লাগে। রোনালদো তো ড্যাম স্মার্ট। সবাই বলে ক্রাশ হলে তো রোনালদো হওয়া উচিত।
আসলে আমার ভালো লাগাগুলো একটু ভিন্ন। আমার সবকিছু মিলিয়ে ভালো লাগে। আর্জেন্টিনা ভালো লাগে শুধু মেসির জন্য।