কাশ্মীরি পেসার উমরান মালিককে ইংল্যান্ড সফরে চান সুনীল গাভাস্কার

 চলতি আইপিএলে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিপক্ষে ২৫ রান দিয়ে ৫ উইকেট নেন মালিক। অবশ্য ম্যাচটিতে ৫ উইকেটে হেরেছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।

 উমরানের প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেশি গতিতে ধারাবাহিকভাবে বোলিং করার রেকর্ড রয়েছে। গুজরাটের ওপেনার ঋদ্ধিমান শাহকে যে ইয়র্কারে বোল্ড করেন তার স্পিড ছিল ঘণ্টায় ১৫৩ কি.মি! চলতি আইপিএলে উমরান ইতোমধ্যে ৮ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন।

 মালিকের বোলিংয়ে মুগ্ধ গাভাস্কার বলেন, ইংল্যান্ড সফরে ভারত দলে এই পেসারের থাকা উচিত। এমনকি সে যদি কোনো ম্যাচও না খেলে। তবে সফরকারী দলে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সঙ্গে সে যদি ড্রেসিংরুম শেয়ার করে তাহলে দেখবেন, কী ঘটে। টেস্ট ও সীমিত ওভারের জন্য তাকে ইংল্যান্ডে নেওয়া হোক। 

news