চ্যম্পিয়ন শেখ জামালকে হারিয়ে লিগে দ্বিতীয় লিজেন্ড অব রূপগঞ্জ
আগের ম্যাচে শেখ জামাল চ্যাম্পিয়ন হওয়ায় বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুই দলের লড়াই ছিল অনেকটা নিয়মরক্ষার। তাতে আল-আমিন হোসেনের তোপে চ্যাম্পিয়ন শেখ জামালকে গুঁড়িয়ে আসর শেষ করলো লিজেন্ডস অব রূপগঞ্জ।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফি মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ জিতেছে ৮ উইকেটে। আগে ব্যাটিং পেয়ে পেসার আল-আমিনের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১১৬ রানে আটকে যায় শেখ জামাল। ৩১ রানে ৬ উইকেট নেন আল-আমিন। ২৪.৫ ওভার বাকি থাকতে ওই রান টপকে লিজেন্ডস জিতে যায় অনায়াসে।
এতে করে ২২ পয়েন্ট নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দুই নম্বর জায়গাটা নিশ্চিত করলো মাশরাফি-সাকিব আল হাসানদের দল। ২৪ পয়েন্ট নিয়ে আগেই শিরোপা উঠে গেছে শেখ জামালের ঘরে।